দীর্ঘ এক যুগ পর নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোকছেদুল হক সিরি ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক দুটি পদে নজরুল ইসলাম ও রমজান আলী নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় পত্নীতলার নজিপুর মিনি স্টেডিয়াম মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট শেষে কমিটির নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এর আগে সকাল ১০টা থেকে পত্নীতলা উপজেলা বিএনপির নতুন নেতত্ব গঠনের লক্ষ্যে নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় কাউন্সিলর ডেলিগেটদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।
দীর্ঘদিন পর কাউন্সিলকে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এর আগে কয়েক দিন ধরে দলীয় পদ প্রত্যাশীরা শহর ও গ্রামে মাইকিং করে প্রচার-প্রচারণা করেছেন।
পত্নীতলা উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মোকছেদুল হক সিরি ও নওশাদ আলী বিশ্বাস ও আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক, আবু ইউসুফ ও তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সাংগঠনিক দুটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির মোট ৭৩৫জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৮২জন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল।
সম্মেলনের ভোট পর্ব শেষে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রহমান রিপন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি প্রমুখ।
এর আগে ২০১৩ সালে সম্মেলনের মাধ্যমে পত্নীতলা উপজেলা বিএনপির সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল