সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য লালন করে বিএনপি।
আজ সোমবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ধান মহালে স্থানীয় বিশিষ্টজন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের মানুষকে তার সংস্কৃতি রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। কেননা আমার সংস্কৃতি আমার পরিচয়কে তুলে ধরে। আমার সার্বভৌমত্বকে নিরাপদ করে।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটে না। কর্তৃত্ববাদী আওয়ামী শাসনে ভিনদেশি অপসংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ