আসাম রাজ্যের সব সরকারি কাজে অসমীয়া ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সোমবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই নির্দেশটি মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে কার্যকর হবে, যা অসমীয়া নববর্ষের প্রথম দিন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লেখেন, “এই বোহাগ (অসমীয়া ক্যালেন্ডারের প্রথম মাস) থেকে সব সরকারি বিজ্ঞপ্তি, আদেশ, আইন ইত্যাদিতে অসমীয়া ভাষা বাধ্যতামূলক করা হলো। তবে বরাক উপত্যকা ও বিটিআর (বোদোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন) জেলাগুলিতে যথাক্রমে বাংলা ও বোড়ো ভাষা ব্যবহৃত হবে।”
এই পদক্ষেপ রাজ্যের আঞ্চলিক ভাষাগুলির প্রতি গুরুত্ব দেওয়ার দিকেই ইঙ্গিত দেয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/নাজিম