বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। রঙিন সাজসজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার উৎসবমুখর হয়ে উঠে জবি ক্যাম্পাস।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে সকাল সাড়ে নয়টায় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার, ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত নববর্ষ শোভাযাত্রায় প্রদর্শিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী উপকরণ—সুর্যমুখী ও শাপলা ফুল, অরিগামি পাখি, চড়কি, তালপাতার সেপাই, গরুর গাড়িসহ নানা লোকজ শিল্পকর্ম।
শোভাযাত্রা শেষে উপাচার্য বৈশাখী মেলা ও প্রকাশনা প্রদর্শনীর উদ্বোধন করেন। ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনী এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে বৈশাখী মেলায় বাংলার ঐতিহ্যবাহী পণ্য, খাদ্যদ্রব্য ও শিল্পকর্ম স্থান পায়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক আয়োজনে সংগীত বিভাগের পরিবেশনায় জমে ওঠে প্রাণবন্ত উৎসব। নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে জনপ্রিয় যাত্রাপালা ‘ভেলুয়া সুন্দরী’। এছাড়া আবৃত্তি পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠী।
বিডি প্রতিদিন/নাজিম