বলিউড অভিনেতা রণবীর কাপুরের জীবনে এসেছেন একাধিক নারী। তাদের মধ্যেই একজন ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন এই দুই তারকা।
মোটামুটি একই সময়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন তারা। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা, সেখান থেকেই শুরু হয় প্রেম।
এরপর বিভিন্ন পার্টি ও ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেন তারা। সম্পর্ক এতটাই গভীর ছিল যে, দীপিকা একসময় পিঠে ট্যাটু করে রণবীরের নামের আদ্যাক্ষর খোদাই করেছিলেন।
তবে হঠাৎ করেই ঘটে ছন্দপতন। বিচ্ছেদ হয়ে যায় এই জুটির। তাঁদের সম্পর্ক ভাঙার পর গুঞ্জন ওঠে, রণবীর দীপিকাকে ঠকিয়েছেন। এ কারণেই নাকি দীপিকা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং ডিপ্রেশনে ভুগতে শুরু করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রণবীরের মা নীতু কাপুর। একটি পুরোনো সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়,
‘আমার মনে হয় না ওর (রণবীরের) অনেক বান্ধবী ছিল। কেবল একজনই ছিল—দীপিকা। হয়তো সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে, এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়ে যায়। যদি তাদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো, তাহলে সম্পর্ক ভাঙত না।’
তিনি আরও বলেন, ‘আমি কখনোই দীপিকাকে খারাপ ভাবিনি। ওর মধ্যে এমন কিছু দেখিনি, যেটা নিয়ে আমি বলব, এই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখো না বা বিয়ে কোরো না। রণবীর যা করতে চায়, সেটা ওর সিদ্ধান্ত। আমি আমার পক্ষ থেকে শুধু মতামত দিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রণবীর নিজেই।’
বর্তমানে দীপিকা ও রণবীর দু’জনেই তাঁদের নিজ নিজ জীবনে এগিয়ে গিয়েছেন। দু’জনই বিবাহিত এবং তাঁদের কন্যা সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক