চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় শাহ আলম (২৭) নামে এক যুবককে ১১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শাহ আলম চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া চকপাড়ার মৃত রহিমের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২১ ডিসেম্বর সকাল ৮টার দিকে আমির হোসেনকে একই এলাকার হায়দার আলীর ছেলে মাফিজুর রহমান (১৭) ও লালন শেখের ছেলে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত শাহ আলম, তার মা রেনু বেগম ও তার ভাই জুয়েলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশ তদন্ত শেষে দণ্ডপ্রাপ্ত শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে শাহ আলম দোষী সাব্যস্ত হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন।
বিডি প্রতিদিন/নাজিম