ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার আটঘড়িয়া গ্রামে পাঁচ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়েছেন। বাড়িঘর ভাঙচুর, আগুন এবং লুটপাট করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা ভেঙে জড়াচ্ছে সংঘাতে। ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেকে। জানা যায়, আটঘড়িয়া গ্রামের ১ একর ১ বিঘা জমি ও বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে ইয়াসিন গ্রুপের সঙ্গে মাহতাব গ্রুপের লোকজনের সংঘর্ষ শুরু হয় গত শুক্রবার সকালে। দফায় দফায় যা গতকালও চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও মানছে না কেউ। আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ঠাকুরগাঁও বিএনপির পক্ষে প্রতিনিধি দল হিসেবে মহাসচিবের ভাই মির্জা ফয়সল আমিন ও জেলা জামায়াতের পক্ষের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরদর্শন করেছেন। তারা আশ্বাস্ত করেছেন বিষয়টি সমাধানের। নেতারা ফিরে আসার পর আবারও শুরু হয় সংঘর্ষ। সংঘাত চলাকালে উভয় পক্ষের ২৬টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হরিপুরের ইউএনও আরিফুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে অনেকে আহত। বেশকিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।