দেশের শোবিজ জগতের এমন কিছু ধ্রুবতারা ছিলেন যারা খ্যাতির শীর্ষে অবস্থান করা অবস্থায়ই বিভিন্ন কারণে হারিয়ে গেছেন। অনেক নায়ক-নায়িকা দর্শকহৃদয়ে জেগে উঠেই হারিয়ে গেছেন। এখন বাস করছেন লোকচক্ষুর অন্তরালে। তেমনই কিছু হারিয়ে যাওয়া নায়ক-নায়িকা নিয়ে লিখেছেন- পান্থ আফজাল
মোনালিসা : পর্দার জনপ্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। যার হাসিতে মুগ্ধ হয় হাজারও তরুণ-যুবক। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাঁকে। তিনি এখন নিউইয়র্ক প্রবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করছেন। মাঝে মাঝে দেশে আসেন। সম্প্রতি কাজে ফেরার ইচ্ছা পোষণ করেছেন এ অভিনেত্রী।
শ্রাবস্তী দত্ত তিন্নি : আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। ‘বাংলালিংক, দেশে’র বিজ্ঞাপন দিয়ে রাতারাতি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। একে একে নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান বেশ পাকাপোক্তই করে নিয়েছিলেন। কিন্তু এরপর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশি আলোচিত ছিলেন। মাঝে নাটকে দেখা গেলেও নিয়মিত হননি আর। জানা যায়, একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিলে রয়েছেন।
প্রিয়াংকা অগ্নিলা ইকবাল : ‘কথাবন্ধু মিথিলা’ নাটকের সেই প্রিয়াংকা অগ্নিলা ইকবাল। ২০০১ সালে গিয়াসউদ্দিন সেলিমের বিপ্রতীপ নাটকে অভিনয় করে ক্যারিয়ারে নতুন অবয়বে ফেরা। তবে মিডিয়ায় অনিয়মিত হওয়ার কারণে নাম শুনে অনেকেই তাঁকে ভুলতে বসেছেন। অসংখ্য টিভি নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। তিনি বর্তমানে কানাডা ও ঢাকা-উভয় স্থানে বসবাস করেন।
আফসান আরা বিন্দু : লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬-এর বিজয়ী আফসান আরা বিন্দু। লাক্স ও বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে জয় করেছেন দর্শকহৃদয়। ছোট পর্দায় অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মাঝে একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেও নিয়মিত নন।
ফারজানা রিয়া চৌধুরী : মডেল, নৃত্যশিল্পী, উপস্থাপিকা এবং অভিনেত্রী। ১৯৯২ সালে কোকোলা বিস্কুটের বিজ্ঞাপনে প্রথম মডেলিং করেন রিয়া। ২০০৮ সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করেছিলেন রিয়া। এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০১৩ সালের মার্চে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীকে বিয়ে করেন।
পল্লব চক্রবর্তী : একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব। বিটিভিযুগীয় সময়ে হয়েছেন অসংখ্য কমার্শিয়াল বিজ্ঞাপনের মডেল। মডেলিং থেকে উঠে আসা পল্লব এরপর একে একে অভিনয় করেছেন অসংখ্য প্যাকেজ নাটকে। ২০১৪ সালে তিনি ‘হঠাৎ দেখা’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেন। তবে অভিনয়ে নিয়মিত নন।
সাবরিনা সাকা মীম : নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন মীম। নাচ, গান, অভিনয়- তিনটিতেই সেরা। টিভি নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সাবরিনা সাকা মীমের গতিপথ। পেশা হিসেবে বেসরকারি টেলিভিশনে আছেন।
ইপসিতা শবনম শ্রাবন্তী : অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। ‘রং নম্বর’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয় এ টিভি অভিনেত্রীর প্রথমবার চলচ্চিত্রে অভিনয়। এ নায়িকা এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রে।
ফারিয়া চৌধুরী : বিটিভিযুগীয় সময়ে ‘কাজল’ নাটক দিয়ে যিনি অধিক পরিচিতি পেয়েছিলেন তিনি ফারিয়া চৌধুরী। একসময়ে ১৪ ইঞ্চি টিভি পর্দাজুড়ে ফারিয়া-তৌকীর, ফারিয়া-টনি বা ফারিয়া মাহফুজ আহমেদের নাটকই বেশি দেখা যেত। বর্তমানে তিনি অভিনয়ে নেই।
জেবা : ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয়ের আয়না’ ছবিটির কথা হয়তো অনেকেরই মনে নেই। তবে ওই এক ছবি করেই হারিয়ে যান এ সম্ভাবনাময়ী নায়িকা। আর কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে।
শিমলা : বাংলা চলচ্চিত্রের আরেক সম্ভাবনাময় নায়িকা ছিলেন শিমলা। যিনি অভিষেক ছবিতেই ‘ফুলি’ এবং ‘শিমলা’ নামের দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এ নায়িকা।’
তামান্না : তাঁর অভিনীত প্রথম ছবি ‘ত্যাজ্যপুত্র’ দিয়ে নজর কেড়েছিলেন। এরপর রুবেলের বিপরীতে ‘ভণ্ড’ ছবিতে তাঁর অভিনয় দর্শকহৃদয়ে নাড়া দেয়। ২০১৩ সালে তিনি শেষ অভিনয় করেন ‘পাগল তোর জন্য রে’ ছবিতে। এরপরই স্বামীর সঙ্গে সুইডেনে পাড়ি জমান নায়িকা।
ইরিন জামান : চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন অভিনেত্রী ও গায়িকা ইরিন জামান অভিনয়ে আসেন ১৯৯৯ সালে ‘অনন্ত’ ভালোবাসা’ ছবির মাধ্যমে। সেখানে তাঁর নায়ক ছিলেন শাকিব খান। দারুণ সাড়া ফেলেছিলেন। এরপর বেশ কয়েকটি ছবিতে তাঁকে দেখা গেলেও নজর কাড়তে পারেননি। গান ও অভিনয় ছেড়ে ২০১৪ সাল থেকে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি।
লিমা : ১৯৯৪ সালের শেষদিকে জীবন রহমান পরিচালিত ‘প্রেমযুদ্ধ’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর কন্যাদান ছবিতেও দেখা যায় এ জুটিকে। কিন্তু চিত্রনায়িকা লিমা পরে একেবারেই হারিয়ে যায় চিত্রজগৎ থেকে।
হারিয়ে যাওয়া আরও কিছু অভিনেত্রী...
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন অনেক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এদিকে জনপ্রিয় অবস্থায়ই অভিনয় ছেড়েছেন সুরাইয়া হুদা রাত্রী, শ্যামা, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চিসহ আরও অনেকে। এরা সিনেমায় এসে কোনো না কোনো সময়ে দ্যুতি ছড়িয়েছেন।