ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি'র এক জেনারেল বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনও আলোচনার দরকার নেই।
ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার আগে বলেছেন, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক শক্তিতে ইরানের লাল রেখা বা সর্বোচ্চ প্রস্তুতি পর্যায়ে আছে। যেকোনও পরিস্থিতিতেই এ নিয়ে আলোচনা করার কিছু নেই। ইরানকে কিছুই প্রমাণ করতে হবে না।
ইসরায়েলে সরাসরি ইরানি হামলা ট্রু প্রমিজ-১ এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। এই অভিযানে প্রমথবারের মতো ইসরাইলে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।
ট্রু প্রমিজ নামের অভিযানটি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলায় সাতজন আইআরজিসি সদস্য নিহত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যেই চালানো হয়েছিলো।
নায়েনি এই প্রতিশোধমূলক আক্রমণকে বিশ্বের বৃহত্তম ড্রোন অভিযান হিসেবে প্রশংসা করেছেন। যার উড্ডয়ন পরিধি ছিলো এক হাজার কিলোমিটারেরও বেশি।
তিনি আরও বলেন, এই অভিযানটি ইহুদিবাদী শত্রুর উপর আঘাত করার জন্য ইরানের উদ্যোগ এবং অসম আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করেছিল। এটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি এবং প্রকাশ্য সামরিক সংঘর্ষ।
আইআরজিসির মুখপাত্র আরও উল্লেখ করেছেন, ট্রু প্রমিজ ইরানের ইসরায়েলের প্রতি দৃঢ় প্রতিক্রিয়া জানানোর কঠোর ইচ্ছাশক্তি এবং সন্ত্রাসী শাসনের মোকাবিলা করার জন্য সশস্ত্র বাহিনীর শক্তিও প্রদর্শন করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল-বিরোধী অভিযানটি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের ভিত্তিতে পরিচালিত একটি সম্পূর্ণ বৈধ অভিযান ছিল।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল