বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা অনেক বছর স্বাধীনভাবে কোনো কর্মসূচি করতে পারিনি। ১৫ বছর পয়লা বৈশাখে আমাদের দলের নেতা-কর্মীরা পরিবারের সঙ্গে পান্তা খাবে, সে সুযোগ দেওয়া হয়নি। বিদেশি সংস্কৃতিকে আমদানি করে আমাদের দেশের ছেলেমেয়েদের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে।
তিনি নেতা-কর্মীদের প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়ে বলেন, পয়লা বৈশাখ ভুলে গেলে চলবে না। নতুন বছরের প্রতিজ্ঞা হোক- এ বছর হবে সাম্যের বছর, ঐক্যের বছর, নতুন বাংলাদেশ গড়ার বছর, দুর্নীতিকে বিদায় করার বছর, গণতন্ত্র প্রতিষ্ঠার বছর, ভোটাধিকারের বছর, ভোট দেওয়ার বছর।