সংশোধিত ওয়াক্ফ আইনের বিরোধিতা করায় ভারতের প্রাচীন দল কংগ্রেসকে তুলাধুনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণনীতির অভিযোগ তুলে মোদির অভিমত, মুসলিমদের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে কংগ্রেসের উচিত কোনো মুসলিম সভাপতির নাম ঘোষণা এবং ৫০ শতাংশ আসনে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া।
সোমবার হরিয়ানার হিসারে মহারাজা আগ্রাসন বিমানবন্দরের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। সেসঙ্গে ২০১৩ সালে সংসদে ওয়াক্ফ বিলে পরিবর্তন করা নিয়েও কংগ্রেসের সমালোচনা করেন মোদি। এমনকি এ ইস্যুতে কংগ্রেস ‘ভোটব্যাংক ভাইরাস’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। মোদির অভিযোগ কংগ্রেসের তোষণের নীতি শুধু কয়েকজন মুসলমান ‘মৌলবাদী’কে সন্তুষ্ট করেছে, কিন্তু এই সম্প্রদায়ের বাকি অংশ এখনো অবহেলিত, নিরক্ষর এবং দরিদ্র রয়ে গেছে।