মায়ের পরকীয়া প্রেম জেনে ফেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীর নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এমনকি সেই ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে মায়ের বিরুদ্ধে। পরে কিশোরীটি পুলিশের কাছে গেলে অভিযুক্ত মা ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিব্বেওয়াড়ি পুলিশ রবিবার ৩৬ বছর বয়সী এক দিনমজুর এবং তার ২৪ বছর বয়সী পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করেছে। তিন মাস আগে ওই নারীর ১৪ বছর বয়সী মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। কিশোরী অভিযোগ করেছে যে তার মা তাকে স্নান ও পোশাক পরিবর্তনের সময় ভিডিও করতেন এবং সেই ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেন, এমনকি সামাজিক মাধ্যমেও আপলোড করতেন।
মহারাষ্ট্রের বিব্বেওয়াড়ি থানা-পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীটি জানতে পারে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে বিষয়টি তাদের বাড়িওয়ালাকে জানায়। থানার ইন্সপেক্টর শংকর সালুঙ্কে বলেন, ‘মেয়েটি যাতে তাদের সম্পর্ক ফাঁস করে না দেয় এবং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই নারী বছরের শুরুতে তার মেয়ের ভিডিও করে সেগুলো ছড়াতে শুরু করে। তার বন্ধুও ক্লিপগুলো ছড়াতে সাহায্য করে, তাই আমরা তাকেও গ্রেপ্তার করেছি।’
চলতি বছরের জানুয়ারিতে কিশোরীটির খালা তাকে ফোন করে ভিডিও ক্লিপ পাওয়ার কথা জানান। এরপর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে এবং পুলিশ ভিডিওগুলো ও সেগুলো যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তার বিবরণ পরীক্ষা করে।
অভিযুক্ত নারী ও তার স্বামী দুজনেই দিনমজুর। গ্রেপ্তার প্রেমিকও দিনমজুরের কাজ করে। বিব্বেওয়াড়ি থানার সাব-ইন্সপেক্টর অশোক ইয়েভালে বলেন, ‘আমাদের তদন্তে জানা গেছে, ভিডিওগুলো মেয়েটির মায়ের মোবাইল ফোন থেকে তোলা হয়েছে এবং একই ফোন থেকে আপলোড করা হয়েছে। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পেয়ে ওই নারী পুনে থেকে পালিয়ে যান।’
গত তিন মাসে পুলিশ মহিলা ও তার প্রেমিককে সোলাপুর, ধারশিব, ছত্রপতি সম্ভোজনগর ও আহিল্যানগর জেলা এবং দৌন্ডেও খুঁজেছে। ইয়েভালে আরও বলেন, ‘গত শনিবার আমরা খবর পাই যে, ওই নারী খাদাকওয়াসলা এলাকায় আছেন। সেখানে একটি ছোট হোটেলে তাদের দুজনকে দেখা গেছে। আমরা সেখানে তল্লাশি চালাই এবং রবিবার সন্ধ্যায় খাদাকওয়াসলা বাঁধের কাছে তাদের দুজনকে দেখতে পাই। সেখান থেকেই তাদের আটক করা হয়। আমরা তার মোবাইল ফোনটি জব্দ করেছি এবং সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
বিডি প্রতিদিন/আশিক