অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে আটকেপড়া ২০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে জেলা প্রশাসন।
ফিরে আসা ২০ বাংলাদেশি হলেন—জুবায়েদ হোসেন জুয়েল, সরওয়ার কামাল, তারেক মনোওয়ার, নাজিম উদ্দীন, নূর মোহাম্মদ, মো. নজরুল ইসলাম, মো. খোকন, মো. ফাহিম, মো. হাশেম, মো. আব্দুল্লাহ, মনসুর আলম, মো. মোবারক, রফিকুল ইসলাম, আজিজুর রহমান, রবিউল আলম, মোহাম্মদ হেলাল, রফিকুল ইসলাম, মো. ফয়সাল, মো. সাজ্জাদ এবং মো. আসাদ।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান জানান, ফেরত আসা প্রত্যেক নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রতারণার শিকার হয়ে বিপদে পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের সহজ-সরল যুবকরা।
তিনি আরও বলেন, শুধু এজেন্সির দোষ দিলেই হবে না, নিজেরাও সচেতন হতে হবে। বৈধ কাগজপত্র ও অনুমোদিত এজেন্সি ছাড়া বিদেশ গমনের চেষ্টা বিপজ্জনক হতে পারে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতারিতদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কামরুজ্জামান জানান, ফেরত আসা এই ২০ জন ছাড়াও মিয়ানমারে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন। তাদের ফিরিয়ে আনার জন্যও প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটি একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ হলেও প্রশাসন তাদেরও দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা