নববর্ষের নতুন সূর্য হোক সম্প্রীতি ও সম্মিলিত অগ্রযাত্রার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
সোমবার বিকেলে নগরকান্দা পৌরশহরে অনুষ্ঠিত এ আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, নববর্ষ মানে নতুন আশার আলো, নবচেতনার জাগরণ। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক এই দিনটি হোক আনন্দ, ঐক্য ও সম্প্রীতির উৎসব। নতুন বছরে আমাদের প্রিয় নগরকান্দা ও সালথা হয়ে উঠুক আরো সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ জনপদ। এবারের নববর্ষের নতুন সূর্য হোক শান্তি, সম্প্রীতি আর সম্মিলিত অগ্রযাত্রার প্রতীক।
শোভাযাত্রার প্রথম সারিতে শামা ওবায়েদের সঙ্গে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এছাড়া, শোভাযাত্রায় কৃষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নারীরা শাড়ি পরে নববর্ষের বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন।
বিকেল ৪টার দিকে শুরু হয়ে এ শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নারীদের হাঁড়িভাঙা প্রতিযোগিতা ও কৃষকদের লাঠিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কেএ