চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে মো. মিজান ও জাহিদুল ইসলাম জিসান নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া মাদরাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ম্যাগজিন, গুলি, দুই পিস ইয়াবা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সিএমপি’র বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান বলেন, গ্রেফতার মিজান এবং জিসান বায়েজিদ এলাকার শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ নানান অপরাধের সঙ্গে সম্পৃক্ততার হওয়ার অভিযোগ রয়েছে।
এরআগেও তারা গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে ফের একই ধরণের কর্মকাণ্ডে জড়িত হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মিজানের বিরুদ্ধে ১১ টি এবং জিসানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম