দারুণ ছন্দে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছন্দোময় ব্যাটিং করছেন নিগার সুলতানা। নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে রানের ফল্গুধারা ছোটাচ্ছেন নারী দলের অধিনায়ক। তিনি খেলছেন এবং দলকে জয় উপহার দিচ্ছেন। বাছাইপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবই জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচেই পঞ্চাশ ঊর্ধ্ব রানের ইনিংস খেলেছেন নিগার। দিবা-রাত্রির ম্যাচে গতকাল ৬ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। স্কটল্যান্ড করে ৯ উইকেটে ২৪২ রান। নিগার বাহিনী জিতেছে ৩৪ রানে। ম্যাচসেরা নিগার অপরাজিত ৮৩ রান ছাড়াও ফারজানা হক পিঙ্কি ৫৭ ও শারমিন আক্তার সুপ্তা ৫৭ রান করেন। ২৭৬ রান নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের দলগত সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান। টানা তিন ম্যাচ জিতে সেপ্টেম্বর-অক্টোবরের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিত করেছে নিগার বাহিনী। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষায় নিগাররা। পাকিস্তানও টানা তিন ম্যাচ জিতেছে। ১.৪৯৪ রানরেটে বাংলাদেশ সবার ওপরে। পাকিস্তানের রানরেট ০.৮৫৭। বাছাইপর্বের অন্যতম ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে ২ হারে অনেকটাই ছিটকে পড়েছে। চার ম্যাচে দুই হারে প্রায় বিদায় নিয়েছে স্কটল্যান্ড। বাছাইপর্বে নিগার বাহিনীর পরের দুই ম্যাচ ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে। আট দলের নারী বিশ্বকাপের মূল পর্ব ভারতে সেপ্টেম্বর-অক্টোবরে। বাছাইপর্বে খেলছে ছয় দল।
বাছাইপর্বকে ব্যক্তিগত টুর্নামেন্টে পরিণত করেছেন নিগার। থাইল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৫ চারে ১০১ রান করেন। ম্যাচটি বাংলাদেশ জেতে ১৭৮ রানে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের কষ্টার্জিত জয়ের ম্যাচে নিগার খেলেন ৮০ বলে ৭ চারে ৫১ রানের ইনিংস। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ৫৯ বলে ১১ চারে। ৫৬ ওয়ানডে ক্যারিয়াারে এটা তার সাত নম্বর হাফ সেঞ্চুরি। তিন ম্যাচে নিগারের রান ১১৭.৫ গড়ে ২৩৫। শুধু নিগার নন, ছন্দে রয়েছেন ফারজানা ও শারমিন। নারী ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি সেঞ্চুরি ফারজানার। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। বাছাইপর্বের তিন ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি করেন। থাইল্যান্ডের বিপক্ষে ৮২ বলে ৪ চারে খেলেন ৫৩ রানের ইনিংস। আইরিশদের বিপক্ষে শূন্য করার পর গতকাল স্কটিশদের বিপক্ষে ৫৭ রানের ইনিংসটি খেলেন ৮৪ বলে ৬ চারে। ওয়ান ডাউনে ব্যাট করা শারমিন গতকাল ৫৭ রান করেন ৭৯ বলে ৭ চারে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেছিলেন ৪৫ বলে ২ চারে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১২৬ বলে ১১ চারে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
স্কটিশদের ২৪২ রানে বেঁধে ফেলতে বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার নেন ৪০ রানের খরচে ৪ উইকেট। জান্নাতুল ফেরদৌস ২ উইকেট নেন।