নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে নেত্রকোনায় একটি কারখানা সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান। এসময় র্যাব-১৪, পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফিতর এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। অভিযানকালে কারখানা থেকে নকল ও ভুয়া মোড়কে প্রস্তুত ১৫ ধরনের খাদ্যপণ্য জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম জেলা প্রশাসনের সহযোগিতায় বালুয়াকান্দা গ্রামের আবু তাহেরের একটি ধানের মিলে অভিযান চালায়। ওই মিলটি মো. কামরুজ্জামান নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছিলেন। এসব পণ্যের মোড়কে বিভিন্ন নামী কোম্পানির লোগো ব্যবহার করা হতো।
তবে অভিযানের সময় কারখানায় কোনো মালিক বা কর্মচারী উপস্থিত ছিলেন না। জব্দকৃত মালামালগুলো কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কবিরের জিম্মায় রাখা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান জানান, “আমরা কারখানায় উপস্থিত কাউকে পাইনি। তবে একটি চুক্তিপত্রে আবু তাহেরের নাম পাওয়া গেছে, যিনি কারখানাটি কামরুজ্জামানকে ভাড়া দিয়েছিলেন। তদন্তের মাধ্যমে মালিকের পরিচয় নিশ্চিত করে তাকে নোটিশ পাঠানো হবে। তিনি যদি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, নকল খাদ্যপণ্য উৎপাদনের মতো গুরুতর অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম