বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর জনপ্রিয় সদস্য জিন তার দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। জিনের এজেন্সি বিগহিট মিউজিক নিশ্চিত করেছে, অ্যালবামটি আগামী ১৬ মে, বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
প্রায় ছয় মাসের বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন ৩২ বছর বয়সী এই তারকা, যার পুরো নাম কিম সিওক জিন। ‘ইকো’ অ্যালবামে থাকবে মোট সাতটি গান, যেখানে তিনি তুলে ধরেছেন তার ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা।
এর আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর জিন প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’। সেই অ্যালবামের গান ‘রানিং ওয়াইল্ড’ এবং ‘আই উইল বি দেয়ার’ দারুণ সাড়া ফেলে। ‘আই উইল বি দেয়ার’ গানটি জায়গা করে নেয় বিলবোর্ডের ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস তালিকায়, পাশাপাশি গ্লোবাল ২০০-সহ আরও দুটি তালিকায়ও স্থান পায়।
জিন শুধু গায়ক নন, তিনি একজন গীতিকার ও উপস্থাপক হিসেবেও সুপরিচিত। তার কণ্ঠে ‘মুন’, ‘টুনাইট’ এবং ‘দ্য অ্যাস্ট্রোনাট’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
গানের বাইরে জিন দক্ষিণ কোরিয়ার নানা সংগীতভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। তিনি বিটিএসের প্রথম সদস্য, যিনি গত বছরের জুন মাসে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাড়ি ফিরেছেন। পরে জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মশাল বহনের গৌরবও অর্জন করেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা