মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আবারও হুমকি দিয়েছেন। তিনি জানান ‘রাজনৈতিক, আদর্শিক এবং সন্ত্রাসবাদীদের দ্বারা অনুপ্রাণিত/সমর্থনকারী অসুস্থতা?' প্রচারের জন্য তাদের "করমুক্ত মর্যাদা" কেড়ে নেওয়া হবে।
ট্রাম্প প্রশাসনের নতুন জারি করা ফেডারেল নির্দেশিকা মেনে চলতে অস্বীকৃতি জানানোর কারণে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলার অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তি জব্দ করে ট্রাম্প প্রশাসন।
তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, হয়তো হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক এবং সন্ত্রাসবাদীদের দ্বারা অনুপ্রাণিত/সমর্থনকারী 'অসুস্থতা?' প্রচার চালিয়ে যেতে থাকে তবে তাদের করমুক্ত মর্যাদা হারানো উচিত এবং একটি রাজনৈতিক সত্তা হিসেবে কর আরোপ করা উচিত?" মনে রাখবেন, করমুক্ত মর্যাদা সম্পূর্ণরূপে জনস্বার্থে কাজ করার উপর নির্ভরশীল!’
তহবিল স্থগিত করার প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন, হার্ভার্ড অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। একাডেমিক স্বাধীনতা হরণ করার একটি বেআইনি প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। একই সাথে হার্ভার্ডের সমস্ত শিক্ষার্থী অনুসন্ধান, কঠোর বিতর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ থেকে উপকৃত হতে পারে তা নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে। আশা করি অন্যান্য প্রতিষ্ঠানগুলিও এটি অনুসরণ করবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২ দশমিক ২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। প্রশাসনের দাবিগুলোর লক্ষ্য ছিল ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রতি শত্রুভাবাপন্ন কোনো আন্তর্জাতিক ছাত্রকে গ্রহণ করা থেকে বিরত থাকাও অন্তর্ভুক্ত ছিল। কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করার শামিল হতো। হার্ভার্ডের এমন অবস্থান নেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে।
গত ১৮ মাসে গাজা যুদ্ধ চলার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। এই অভিযোগে গত মাসে হোয়াইট হাউজ হার্ভার্ডের ৯ বিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করার কথা বলেছিলো।
বিডি প্রতিদিন/নাজমুল