রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনের সুমি শহরে ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার একদিন পর, আবারও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শুরুর জন্য দোষারোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
বিবিসি জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘কয়েক লাখ মানুষ’ নিহত হয়েছেন এমনটি দাবি করেছে ট্রাম্প বলেছেন, এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও সমান দোষী।
সোমবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প আরও বলেন, “আপনি এমন কারও বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন না, যে আপনার থেকে ২০ গুণ শক্তিশালী, আর তারপর আশা করেন কেউ আপনাকে মিসাইল দিয়ে সাহায্য করবে।”
তিনি বলেন, “কয়েক লাখ মানুষ মারা গেছে তিনজন মানুষের কারণে। পুতিন হলেন প্রথম। দ্বিতীয় বাইডেন, যার কোনো ধারণা ছিল না তিনি কী করছিলেন। আরেকজন হলেন জেলেনস্কি।”
প্রসঙ্গত, স্থানীয় সময় রবিবার (১৩ এপ্রিল) ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার চালানো এই হামলাটি ২০২৫ সালের মধ্যে এখন পর্যন্ত বেসামরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। সোমবার রাতেও শহরের উপকণ্ঠে আরও হামলা চালায় মস্কো।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম