‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এ অভিনেত্রী মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাগ্নে ও অভিনেতা আর এ রাহুল; তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতা রাহুল বলেছেন, যুক্তরাষ্ট্রে দুই ছেলেমেয়ে আসিফ আহমেদ হৃদয় ও জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতির কাছে গিয়েছিলেন গুলশান আরা। সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে লাইফ সাপোর্টেও রাখা হয়। সকালে মৃত্যুর খবর পাই। এ অভিনেত্রীর লাশ ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, অভিনেত্রীকে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হবে। গুলশান আরার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। শোক জানিয়েছেন সহকর্মীরা। পরিচালক কাজল আরেফিন বলেন, আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করব আপা। অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ বলেন, গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো অভিনেত্রী, ভালো মানুষ ছিলেন। ‘মালেক হইতে সাবধান’ নাটকে আপনার সঙ্গে কত আড্ডা গল্প হতো। সবাই তাঁর জন্য দোয়া করবেন। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার নির্মাতা এম রহিম বলেন, শ্রদ্ধেয় গুলশান আরা আহমেদ আপা, আপনার এত দ্রুত এ প্রস্থান কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা শোকাভিভূত। ‘জংলি’ আপার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।
২০০২ সালে টেলিভিশনের নাটক দিয়ে গুলশান আরার অভিনয় জীবন শুরু হয়। তাঁর প্রথম চলচ্চিত্র প্রয়াত পরিচালক এনায়েত করিমের ‘কদম আলী মাস্তান’ সিনেমায়। এ ছাড়া ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’, ‘বাবা আমার বাবা’, ‘পোড়ামন’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’, ‘চরিত্র’, ‘স্বপ্নডানায়’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।