ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছে না। যুদ্ধবিরতি ভেঙেও হামলা চলছে। ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও।
ব্যাপক সমালোচনার মধ্যেও ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃত্যুর মিছিল থামছেই না। চলমান নৃশংসতার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে সফর করেছেন বলে জানিয়েছে তার দফতর।
সংবাদমাধ্যম ব্যারনস তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান বিমান ও স্থল অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হয়।
ব্যারনস জানায়, প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ গাজার উত্তর অংশে সফর করেছেন।” তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
গাজায় চলমান নৃশংসতার মধ্যে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেই যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় ৫১ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সোয়া ১ লাখ মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু রয়েছে বলে চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ। আহত হয়েছে ৩৪ হাজারের বেশি শিশু।
সূত্র: ব্যারনস
বিডি প্রতিদিন/নাজিম