পশ্চিমবঙ্গে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরির চক্রের সন্ধানে অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও আশপাশের মোট আটটি স্থানে একযোগে অভিযান চালায় ইডি।
অভিযান চলে কলকাতার বেকবাগান, উত্তর ২৪ পরগনার বাঁকড়া, নদীয়ার গেদে সীমান্তসহ আরও পাঁচটি জায়গায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইডি’র বিভিন্ন দল। অভিযানে তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।
উত্তর ২৪ পরগনার বাঁকড়ায় আজাদ আলী নামে এক বাংলাদেশি নাগরিকের খোঁজে অভিযান চালায় ইডি। স্থানীয়দের দাবি, আজাদ কয়েক মাস আগে স্থানীয় বাসিন্দা সারাফত আলীর বাড়িতে ভাড়া ওঠেন। তার ভাই আরাফাত আলী জানান, 'প্রায় আট-নয় মাস আগে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি আমাদের একটি ঘর ভাড়া নেয়। মাঝে মাঝে কিছু অচেনা লোকজন তার খোঁজ করত। শুনেছিলাম, সে কোনো মুদ্রা বিনিময় কেন্দ্রে কাজ করে।'
ইডি সূত্রে জানা গেছে, এই অভিযানের লক্ষ্য ছিল ভুয়া পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করা। তদন্তকারীদের মতে, আগেই চিহ্নিত করা জায়গাগুলোতে এই চক্রের সদস্যরা সক্রিয় ছিল বলে তথ্য রয়েছে। অভিযানে নতুন তথ্য ও প্রমাণ সংগ্রহ করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়া নথির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব এবং পাসপোর্ট গ্রহণ করার প্রবণতা দীর্ঘদিনের। এ চক্রের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক তদন্ত সংস্থা অভিযান শুরু করেছে।
কলকাতা পুলিশ ইতিমধ্যে ভুয়া পাসপোর্ট তৈরি চক্রে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আব্দুল হাই-ও রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
চলতি বছরের মার্চ মাসে আলিপুর আদালতে এই মামলার চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ। চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১০ জন ভারতীয় এবং বাকি সবাই বাংলাদেশি নাগরিক।
তদন্তে উঠে এসেছে, অবৈধ বাংলাদেশি নাগরিকরা বিপুল অর্থের বিনিময়ে প্রথমে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করে, পরে সেই নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট বানাত। এতে সহযোগিতা করত ভারতীয় এজেন্টদের একটি চক্র।
এইসব অবৈধ পাসপোর্টধারীরা এখন কলকাতা ও দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে বলে ধারণা পুলিশের। ফলে গত মাসে এমন ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারি করেছে কলকাতা পুলিশ, যাদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা