এই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সাহিবজাদা ফারহানের অবিশ্বাস্য পারফরম্যান্স চলছেই। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। বছরে চার শতক করে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে সোমবার (১৪ এপ্রিল) ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাহিবজাদা। ১৩ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ২৯ বছর বয়সী ওপেনার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ রেকর্ডে ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার ও শুবমান গিলের পাশে বসলেন তিনি।
২০১১ সালে ৩১ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন গেইল। ২০১৬ সালে কোহলি ২৯ ইনিংসে, ২০২২ সালে বাটলার ৩৮ ইনিংসে ও ২০২৩ সালে গিল ৩০ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন। এই বছর সাহিবজাদার চারটি সেঞ্চুরি হয়ে গেল মাত্র ৯ ইনিংসেই, যেখানে ১০৫.১৪ গড়ে তার রান ৭৩৬।
গত মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে প্রথম ছয় ম্যাচের মধ্যে তিনি সেঞ্চুরি করেন তিনটি- ১১৪*, ১৬২*, ১৪৮। ১৬২ রানের ইনিংসটি ২০ ওভারের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড, পাশাপাশি পাকিস্তানের কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ। ওই টুর্নামেন্টে সব মিলিয়ে সাত ইনিংসে পাঁচবার পঞ্চাশ ছুঁয়ে ১২১ গড় ও ১৮৯.৬৫ স্ট্রাইক রেটে তিনি করেন ৬০৫ রান।
এরপর পিএসএলে প্রথম ম্যাচে ২৫ রানে আউট হয়ে গেলেও এবার খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন তিনি। এদিন তার ৪৯ বলে সেঞ্চুরি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে কোনও ব্যাটসম্যানের যৌথভাবে দ্রুততম। ২০১৯ আসরে লাহোর কালান্দার্সের বিপক্ষে সমান বলে সেঞ্চুরি করেছিলেন ক্যামেরন ডেলপোর্ট।
পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভালো করতে পারেননি সাহিবজাদা। রান করতে পেরেছেন ৯.৫৫ গড়ে কেবল ৮৬। এখন এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই দলে ফেরার দাবি জোরাল করলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ