বরগুনার শিমুলতলায় ৪৪তম বাংলা বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে।
সোমবার শিমুলতলায় স্থানীয় শিল্পীদের ‘এসো হে বৈশাখ সঙ্গীতানুষ্ঠান’ এবং নৃত্যের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
এর আগে, জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউল আলম।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। একইভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উদযাপন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ