গাজার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা কমপক্ষে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এতে আরও বেশ কয়েকজনকে আহত হয়েছে।
আরব ও ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একটি জটিল অভিযানের ফলে গাজা সিটির পূর্বে শুজাইয়া পাড়ায় একটি বাড়ির ভিতরে আটকা পড়ে চারজন ইসরায়েলি সেনা। এসময় তাদের ওপর হামলা চালানো হয়।
পৃথকভাবে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে।
হিব্রু ভাষার সংবাদ সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোতে হতাহতদের সেনাদের সরিয়ে নেয়া হয়েছে।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন স্নাইপার যোদ্ধা গাজা সিটির শুজাইয়া পাড়ায় অবস্থান নেওয়া একজন ইসরায়েলি সেনাকে গুলি করেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল