ফরিদপুরের বাখুন্ডায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৭ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় পলাতক বাসচালক সুমন গাজীকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার বিকেলে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল মুকসেদপুর থেকে ফরিদপুরগামী ফাবারি এন্টারপ্রাইজের একটি বাস অতিরিক্ত গতিতে চালানোর ফলে বাখুন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের সাতজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই বাস চালক সুমন গাজী ও তার সহযোগী হেলপার পালিয়ে যান। নিহতদের মধ্যে ফজিরন নেসার ছেলে মো. রুবেল মিয়া বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
পরে প্রযুক্তির সহায়তায় ফরিদপুর র্যাব-১০ এর একটি বিশেষ দল ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে চালক সুমন গাজীকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা