তীব্র গরমেও চারিদিকে বাড়ছে মশার উপদ্রব। আর এই মশাগুলো জন্ম নিচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ আর জমে থাকা আবর্জনা থেকে। চন্দনাইশের শহীদ মিনার এলাকাসহ অনেকটা জুড়ে রয়েছে ময়লা ও আবর্জনায় ভরপুর। সম্প্রতি এই স্থানটি পরিচ্ছনতার ভার নেয় বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের শুভার্থী মো. মারুফ, মো. এসপি সাকিব, মো. আরিফ, মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন, মো. ফরহাদ রাফি প্রমুখ। শহীদ মিনারের পর শুভসংঘ বন্ধুরা চন্দনাইশের বাজার এলাকা, বিদ্যালয় চত্বরসহ নানা জায়গায় তাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
এসময় উপস্থিত আব্দুর রহমান বলেন, সারা বাংলাদেশে শুভসংঘ জনকল্যাণমুখী কাজ করছে স্বার্থহীনভাবে। অসহায়, দরিদ্র, ভূমিহীন, মানুষকে স্বাবলম্বী করতে দোরগোড়ায় গিয়ে কাজ করছেন শুভসংঘের বন্ধুরা। আজকের সুন্দর এই উদ্যোগটি নেওয়ার জন্য অনেক ধন্যবাদ শুভসংঘের বন্ধুদের।
তিনি আরও বলেন, শহীদ মিনার জায়গাটি অনেক ময়লা আবর্জনায় ভরপুর ছিল। এই স্থানটিকে তারা পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। তারা যেন এই ধরনের কাজ ভবিষ্যতে আরও ব্যাপক আকারে করতে পারে।
বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখার উপদেষ্টা জয় নাথ বলেন, শুভসংঘের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্ম এক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে আমাদের প্রত্যাশা এইটুকুই। আশা করি শুভসংঘ পরবর্তী সময়ে তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত রাখবে।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানামিত্র বলেন, দেশটা আমাদের, সুতরাং দেশ পরিস্কার রাখার দায়িত্বও আমাদের। শুধু সরকার আর কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। পরিবেশ সুন্দর রাখতে সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, দেশব্যাপী আমাদের অন্যান্য কর্মসূচি পালনের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছি। চন্দনাইশের আজকের কার্যক্রম তারই অংশ। পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করায় তিনি চন্দনাইশ শাখার বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ