দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট সড়কের ঘোড়াঘাটে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে গাড়ি পথরোধ করে ডাকাত দলের সদস্যরা। দেখা যায় গাড়ির ভিতরে পুলিশ। এসময় পুলিশের গাড়ি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পাঁচজনের ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলার দায়ের করা হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারের ধলিহার খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে থেকে তাদের আটক করে পুলিশ। আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আজিজার রহমান (৩৮) ও মোঃ ইমদাদুল হক (৪৯)। ইমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরের দিকে দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট সড়কে পুলিশের একটি দল পিকআপে করে রাত্রীকালীন ডিউটি শেষে পেট্রোল পার্টির ইনচার্জ এসআই মোঃ রুবেল সরকার ও সঙ্গীর ফোর্স থানায় ফেরার পথে ডাকাত দলের সদস্যরা টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পথরোধ করে থামানোর চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা দুইজন ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, ঘোড়াঘাট থানায় ৫ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭টি লাঠি, ১টি বটি, ১টি হাসুয়া ও বেশ কিছু রশি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল