বরগুনার বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫ জন অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছে। এই অস্বচ্ছল নারীরা বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে এতদিনে অনেকটা কাজ শিখেছে। তারা সেলাই মেশিনের আশায় নতুন স্বপ্নের জাল বুনছেন।
দেশ, মাটি এবং মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিছিয়ে পড়া নারীদের সামাজিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি বিকেলে বসুন্ধরা শুভসংঘ বেতাগী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীদের জন্য তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষক মাহিনুর জানান, ৩০টি আইটেমের জন্য তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে অস্বচ্ছল নারীদের ২৫টির বেশি আইটেম শেখানো হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামী দুই বছর আগে মারা গেছে। নিজেই আয়-রোজগার করে সংসার চালাই। এখন আর বাইরের কাজ ভালো লাগে না। এমন সময় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনেক যাচাই-বাছাই করে আমার নাম অন্তর্ভুক্ত করেছে। আমি এই প্রশিক্ষণ শেষ করে একজন দক্ষ হয়ে ওঠার পরই আমাকে একটি সেলাই মেশিন দেবে বসুন্ধরা শুভসংঘ। এর মাধ্যমে আমার গ্রামের মানুষের জামা-সহ অন্যান্য পোশাক সেলাই করে আয়-রোজগার করে আর্থিকভাবে লাভবান হব।’
কাজিরাবাদ ইউনিয়নের মৌমিতা বলেন, ‘আমি আর্থিকভাবে অস্বচ্ছল। এই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন পাওয়াটা আমার জন্য খুব দরকার ছিল। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আমি আশা করি, নিজের চেষ্টায় সেলাই মেশিন চালিয়ে আমার পরিবারের সদস্যদের জন্য রুটি-রুজির ব্যবস্থা করতে পারব। এজন্য আমি বসুন্ধরা গ্রুপসহ সকলের প্রতি কৃতজ্ঞ।’
বিডি প্রতিদিন/আশিক