ফেনীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ফেনী শহরতলী সালাউদ্দিন রোড সংলগ্ন স্পোর্টস এরিনা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ ফেনী সদর কমিটি ও ফেনী কলেজ কমিটি।
খেলাটি উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম শিক্ষা ও জ্ঞান আহরণে উদ্যমী হওয়ার কথা থাকলেও তাদের অনেকেই জড়িয়ে পড়ছে ভয়ংকর মাদকদ্রব্য সেবনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধে, যা খুবই দুঃখজনক। তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে হলে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে।
বসুন্ধরা শুভসংঘ আয়োজিত খেলাটি পরিচালনা করেন ফেনী জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির কায্য নির্বাহী সদস্য ওমর ফারুক, সদর কমিটির উপদেষ্টা ফয়েজ উল্লাহ নোমানী, ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজীম, সদর কমিটির সভাপতি এড মোহাম্মদ শারিদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ফেনী সরকারী কলেজ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন।
বসুন্ধরা শুভসংঘ ফেনী জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী বলেন, শুভসংঘ বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুভসংঘ নানামুখী মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি সব সময়ই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে।
ঘণ্টাব্যাপী এ খেলায় ফেনী সরকারী কলেজ কমিটি সদর কমিটিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ