গার্মেন্টেসে কাজ দেওয়ার কথা বলে কক্সবাজার নিয়ে আবাসিক হোটেলে দুই কিশোরীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে তাদেরকে সিলেট শহরতলীর পীরেরবাজার টিকরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার মানবপাচারের ঘটনা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে ‘কাজের কথা বলে মানুষ বিক্রি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপরই পুলিশ মানবপাচারকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করলো।
গ্রেফতারকৃতরা হলো- সিলেট সদর উপজেলার পীরেরবাজার টিকরপাড়ার মুরাদ আহমদ রাজু ও তার স্ত্রী শাহনাজ। মানবপাচার নেটওয়ার্কের সদস্য ওই দম্পতির সন্তান ইমন হোসেন ও পিংকী ওরফে বৃষ্টিকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু একই এলাকার দুই কিশোরীকে কক্সবাজার পাঠায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে দুই কিশোরীকে আবাসিক হোটেলে বিক্রি করে দেয়। সেখানে ১৪ দিন তাকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। পরে মুক্তি পেয়ে দুই কিশোরী সিলেট ফিরে আসলে অসুস্থ অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত রবিবার রাতে নির্যাতিতাদের পরিবারের পক্ষ থেকে শাহপরাণ থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ সোমবার সকালে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ