দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। এসময় গোয়ালঘর, খড়ি ঘরসহ একটি শয়নকক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
রবিবার রাত ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী ঝড়ুপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের জানান, মশা তাড়ানোর জন্য খড় পেঁচিয়ে তাতে আগুন দিয়ে গোয়াল ঘরে ধোঁয়া দেয় মো. মকবুল হোসেন। এসময় অসতর্কতার কারণে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গোয়ালঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে খড়ির ঘর এবং একটি শয়ন কক্ষে।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজনসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রাত ১১টা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলেম উদ্দিন জানান, মশা তাড়ানোর জন্য আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আনুমানিক ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই