মাদরাসার আবাসিক শিশু শিক্ষার্থীদের দাঁতের যত্ন শেখাতে কুমিল্লার লালমাইয়ে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পূর্ব চেঙ্গাহাটাস্থ আল ইসরা মাদরাসার (বালক শাখা) হিফজ বিভাগে এই আয়োজন করা হয়।
দৈনিক কালেরকন্ঠের কুমিল্লার লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় শিশুদের দাঁত ব্রাশের পদ্ধতি ও দাঁতের যত্নে বিভিন্ন নিয়ম শেখান বাগমারা বাজারস্থ সেবা ডেস্টাল কেয়ারের বিএসসি-ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না (মাষ্টার্স অব পাবলিক হেলথ ইন ডেন্টিষ্ট্রি)।
সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শুভসংঘের সদস্য ও মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মুস্তাকিম। ইসলামি সংগীত পরিবেশন করেন সামির হোসেন। দাঁতের যত্ন শেখার পর অংশগ্রহণকারী ৩৫ শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ব্রাশ ও এক প্যাকেট করে টুথপেস্ট দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় সচেতনতামুলক সভায় উপস্থিত ছিলেন আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, বসুন্ধরা শুভসংঘের লালমাই শাখার সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম রাফসান, আল ইসরা বালিকা শাখার হিফজ বিভাগের প্রধান হাফেজ ইসমাইল হোসেন শামীম, আল ইসরা মাদরাসার বালক শাখার প্রধান মুফতি হাসান মাহমুদ, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ফাহিম, কিতাব বিভাগের শিক্ষক ক্বারী নাঈম হোসেন, নূরানী বিভাগের শিক্ষক হাফেজ জাবেদ।
আল ইসরা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মিছবাহুল ইসলাম বলেন, আমি আগে শুধু সকালে ব্রাশ করতাম। আজ থেকে সকাল-রাত দুই বেলা ব্রাশ করবো। ব্রাশ করার সঠিক নিয়মটাও সভা থেকে শিখতে পেরেছি।
আল ইসরা মাদরাসার বালক শাখার প্রধান মুফতি হাসান মাহমুদ বলেন, শিশুদের দাঁতের যত্নে এই ধরনের কর্মসূচি স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের জন্য অনুকরণীয়। এমন আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
বসুন্ধরা শুভসংঘ, লালমাই উপজেলা শাখার উপদেষ্টা ডা: শামীম ইকবাল মজুমদার বলেন, পবিত্র কোরআন হিফজ করতে গিয়ে শিশুদের মা বাবা থেকে দূরে গিয়ে মাদরাসায় আবাসিক থাকতে হয়। আবাসিকে থাকা শিশুরা দাঁতের যত্ন নিতে ভুলে যায়। সেই শিশুদের দাঁতের যত্ন শেখাতে শুভসংঘের আয়োজন ব্যতিক্রম।
বিডি প্রতিদিন/হিমেল