ভোলার মনপুরায় উপজেলা নির্বাহী অফিসারে (ইউএনও) সঙ্গে বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
মতবিনিময় সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় ইউএনও বসুন্ধরা শুভসংঘের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোনো ইতিবাচক প্রয়াসে পাশে থাকার আশ্বাস দেন।
এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব, সাংগঠনিক সম্পাদক মো. সামি, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা, দপ্তর সম্পাদক মিতু রানী দাস, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, ইভেন্ট সম্পাদক হাবিবা আক্তার জুঁই, প্রচার সম্পাদক নাসরিন বেগম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমিন, ক্রীড়া সম্পাদক মো. জাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাফরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিয়াম, কার্যকরী সদস্য মেঘলা আক্তার মিম, মো. রিফাত ও রামকৃষ্ণ দাস প্রমুখ।
সাক্ষাৎ শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ইউএনও লিখন বনিককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/মুসা