হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভূগর্ভস্থ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শোধনাগারটি উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াজেদ আলী, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শেখ সাদী রহমতউল্লাহ, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস প্রমুখ।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, এই শোধনাগারের মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪০ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি পাবে। পরে বাকি ৬০% পরিবারকেও বিশুদ্ধ পানির আওতায় আনা হবে।
প্রসঙ্গত, ১২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি নির্মাণ করে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় বর্তমানে ১৪৪০টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই