মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্কারোপের মাধ্যমে যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন, তা তিন মাসের জন্য স্থগিত করেছেন। এ স্থগিতাদেশ কার্যকর হবে চীন ছাড়া অন্য সব দেশের ক্ষেত্রে। বিশ্বের দ্বিতীয় অর্থনীতি চীন থেকে পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ আগে ঘোষিত ১০৪ থেকে ১২৫ শতাংশে উন্নীত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এ ফরমান বাংলাদেশসহ যেসব উন্নয়নশীল দেশ বাড়তি শুল্কারোপে অসহায় অবস্থায় পতিত হয়েছিল, আপাতত তারা নিস্তার পাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় দেনদরবার করে একটা ন্যায়সংগত সমাধানের ব্যাপারে আশাবাদী হয়েও উঠেছেন তারা। ট্রাম্পের নতুন সিদ্ধান্তকে অনেকটা ইউটার্ন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের ওপর গত সপ্তাহে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় যে শঙ্কা সৃষ্টি হয়েছিল, তা স্থগিতের সিদ্ধান্তে রপ্তানিকারকরা স্বস্তি পাবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করা হয়েছে। নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর নেই বা তা গ্রহণযোগ্য হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধাসংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। এ প্রেক্ষাপটে চীন ছাড়া অন্য দেশগুলোর নতুন শুল্কহার স্থগিত করা হয়েছে। ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক দিতে হবে অপরিহার্যভাবে। যেসব দেশ বিনা শুল্কে রপ্তানি সুবিধা পেত, তা থেকে তারা বঞ্চিত হবে। আমরা আশা করব, অনিশ্চয়তার অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় উপনীত হওয়ার জন্য সরকার আরও বেশি সচেষ্ট হবে।
শিরোনাম
- পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট
- বিনিয়োগ সম্মেলন নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন পেছনের গল্প
- বসুন্ধরা সিটি শপিং মলে ৯ দিনব্যাপী বৈশাখী মেলা
- বিছানায় পড়ে থাকাই বিশ্রাম নয়; জেনে নিন সঠিক উপায়
- শিশুকে জাঙ্ক ফুড থেকে দুরে রাখতে রুচিশীল উপস্থাপনায় দিন স্বাস্থ্যকর খাবার
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
- পিএসএলে রিশাদ হোসেনের অভিষেক
- ‘সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে’
- চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর
- রেকর্ডের পর কমলো স্বর্ণের দাম
- উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত ৩১ জনকে পাঠানো হবে পাকিস্তান
- এনআইডি সার্ভারে অনুমতি ছাড়া তথ্য খুঁজলে কঠোর ব্যবস্থা
- কোহলির অন্য রকম ‘সেঞ্চুরি’
- জাইমা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ
- ‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ’
- যেভাবে ক্যানসার জয় করলেন শর্মিলা ঠাকুর, জানালেন মেয়ে সোহা
- শাস্তি আরও বাড়ল হৃদয়ের
- সল্ট-কোহলির ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
- স্টুডিওতে বসে সমালোচনা করা খুব সহজ : শার্দূল
- দেশে বিনিয়োগ এলো ৩১০০ কোটি টাকা
ট্রাম্পের সুমতি
সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর