পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে ৪ ওভারে ৩১ রান দিয়ে শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ‘ডট’ বল দেন ১০টি।
রবিবার রাওয়ালপিণ্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে এই পারফরম্যান্সে লাহোর কালান্দার্স ৭৯ রানের বড় জয় পায়। আসরে এটি লাহোরের প্রথম জয়। প্রথমে ব্যাট করে ২১৯ রানের পাহাড়সম স্কোর গড়ে দলটি।
জবাবে কোয়েটাকে ১৪০ রানে গুটিয়ে দেয় লাহোরের বোলাররা। শাহিন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট। তবে আলো ছড়ান তরুণ রিশাদ।
কোয়েটার ইনিংসে সপ্তম ওভারে বল হাতে পান রিশাদ। প্রথম ওভারে দেন মাত্র ৭ রান, কোনো বাউন্ডারি হজম করেননি। পরের ওভারে রাইলি রুশো ছক্কা মারেন, তবে সেই ওভারেই গুগলিতে বোল্ড হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
তৃতীয় ওভারে আকিল হোসেন মারেন একটি ছক্কা, তবে রান ওঠে ৯। নিজের শেষ ওভারে দারুণ বোলিং করেন রিশাদ। প্রথম বলেই বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। এরপর একটি ছক্কা হজম করলেও আবরার আহমেদকে ফিরিয়ে নেন তৃতীয় শিকার হিসেবে। শেষ দুই বলে রান দেননি।
বিডি প্রতিদিন/মুসা