প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচার দ্বৈত ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি। তিনি বলেন, আমি দায়িত্ব¡ নেওয়ার পর ১২ দফা নির্দেশনা দিয়েছি। সেই আঙ্গিকে বহু কার্যক্রম সুপ্রিম কোর্ট ও জেলা পর্যায়ে গৃহীত হয়েছে। তবে সংস্কারকে স্থায়িত্বকরণ করতে হবে এবং এর জন্য বার, বেঞ্চ ও জাতিকে দায়িত্ব নিতে হবে।
গতকাল খুলনা আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন ও ইউনাইটেড কিংডমের প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন। পরে তিনি আদালত চত্বরে ফলদ গাছের চারা রোপণ করেন।
প্রধান বিচারপতি বলেন, সব আঙ্গিক দেখে আমি একটা হোলস্টিক অ্যাপ্রোচ নিয়ে নেমেছি। এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমাদের সমষ্টিগত। আমি মাঠপর্যায়ে মনিটরিং করছি, দেখেছি যার অনেক কিছু ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।