অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হলো তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি তাকে অভিষেক টুপি পরিয়ে দেন।
পিএসএলে খেলার সুযোগ পাওয়ার আগে, রিশাদ হোসেন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। ওই টুর্নামেন্টে তার পারফরম্যান্সের ভিত্তিতে লাহোর কালান্দার্স তাকে দলে নেয়।
পিএসএলে খেলার আগে, রিশাদ হোসেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টরন্টো ন্যাশনালসের হয়ে খেলেছিলেন। এটি ছিল তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা। এছাড়া, জিম-আফ্রো টি-টেন লিগেও অংশগ্রহণ করেছিলেন তিনি।
এতদিন বিভিন্ন জটিলতার কারণে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাননি রিশাদ। তবে তার ধারাবাহিক পারফরম্যান্সের ফলে অবশেষে এই সুযোগটি এসেছে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা