বিদ্যুৎস্পৃষ্টে গতকাল লালমনিরহাটে কৃষক ও জয়পুরহাটে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে আহত এক শিশুর ঘটনার ২৩ দিন পর মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- লালমনিরহাট : হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনে গলা আটকে গিয়ে আসাদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার খর্পদোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। জয়পুরহাট : গতকাল বিকালে কালাইয়ে পুকুরে নেমে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে ছেঁড়া-ফাটা তারে জড়িয়ে বোরহান উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ময়মনসিংহ : বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর দুই হাত কেটে ফেলেও বাঁচানো যায়নি পঞ্চম শ্রেণির ছাত্র সাদাফকে। গতকাল সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।