কুষ্টিয়ার দৌলতপুরে ৪১টি মহিষ লুটের মামলায় বিএনপি নেতা সাইদুর চেয়ারম্যানসহ ১১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন- দৌলতপুরের মরিচা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পলাশ, জাকির, বকুল, অভিক, বক্কর, মোজাফফর, হানা, তককুল, তুহিন ও শাহিনুর। সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি মরিচার বৈরাগীরচর গ্রামের মন্ডলপাড়ায় পদ্মার চরের সাইদ মন্ডলের মহিষের বাথানে রাখালদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪১টি মহিষ লুট করা হয়।