ইমার্জিং ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। আড়াই সপ্তাহের সফরে আগামী ২ মে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম ও কক্সবাজারে হবে দুই সিরিজের সব ম্যাচ।
আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর যথাক্রমে ৮ ও ১১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই শুরু সকাল ১০টায়।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কক্সবাজার চলে যাবে দুই দল। কক্সবাজারের ক্রিকেট একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে হবে তিন ম্যাচ। খেলা শুরু দুপুর দেড়টায়।
এরপর দুই দিন বিরতি দিয়ে ১৪ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/মুসা