দীর্ঘদিন পর বহুল আলোচিত জাকির খানের কারামুক্তি উপলক্ষে নারায়াণগঞ্জ শহরে ব্যাপক শোডাউন করেছে তার অনুসারীরা। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান গতকাল নারায়ণগঞ্জ কারাগার থেকে কারামুক্তি লাভ করেন। তার কারামুক্তি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভিড় করতে থাকেন। এ সময় শত শত হোন্ডা নিয়ে, মিনি ট্রাকে সাউন্ডবক্স বাজিয়ে ও গাড়ির বহর নিয়ে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা-কর্মী জড়ো হন কারাগারের সামনে। সোয়া ১০ টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। মিছিল ও স্লোগানে রাজপথ কাঁপিয়ে কারামুক্ত নেতাকে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহড়জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা বলেন, একজনের কারামুক্তিকে ঘিরে সড়কে মানুষের প্রচুর চাপ ছিল। পরে তারা বিশাল র্যালি করে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। তবে ঘণ্টাখানেক পরই যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। আদালত সূত্রে জানা যায়, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ তাকে গ্রেপ্তার করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব ম ল বলেন, দীর্ঘদিন পর জাকির খান মুক্ত বাতাসে ফিরেছেন। তাকে পেয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উজ্জীবিত ও অনেক বেশি আনন্দিত।