বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় স্ত্রী ধর্ষণের মামলা করে বিপাকে পড়েছেন স্বামী। তাকে থানায় ডেকে এনে হুমকি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হুমকির একটি অডিও প্রকাশ হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপজেলার পাতারহাট বন্দরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মেহেন্দীগঞ্জে মামলা করেন। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে সাংবাদিক ও সেনা ক্যাম্প থেকে ওসিকে ফোন দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গৃহবধূর স্বামীকে থানায় ডেকে নেন ওসি। সেখানে তাকে হুমকি দেওয়ার একটি অডিও ফাঁস হয়েছে।
অডিওতে গৃহবধূর স্বামীকে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলা কইরা এখন আয়ুর (তদন্ত কর্মকর্তা) সঙ্গে যোগাযোগ করলেই হয়, নাকি? তুমি চালাক হয়ে গেছ। মারাত্মক চালাকি করতেছ। তুমি সাংবাদিক, সেনাবাহিনীকে মোটিভেশন করছ। তারা আমাকে ফোন দিছে।’
ওসিকে আরও বলতে শোনা যায়, ‘মেহেন্দীগঞ্জে অনেক ধর্ষণ হইছে, ধর্ষণ মামলা হইছে। উপজেলার শ্রীপুর, জাঙ্গালিয়া, আলিমাবাদে এত ধর্ষণ হলো এটা নিয়ে কোনো মানুষ ফোন দিল না। শুধু তোমারটাই জানতে চায়? এত কারিশমা করবা না। আমি ওসি মেহেন্দীগঞ্জে যতদিন আছি এ কারিশমা বাদ দাও। আমি ডাইরেক্ট একবারে কলিজা টাইন্যা লইয়া আসব। আজীবনের জন্য পঙ্গু কইররা ছাইরা দিমু। একদম তছনচ করে দেব।’
এ বিষয়ে জানতে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কল দিলে কনস্টেবল মাহবুব কল রিসিভ করে বলেন, ‘স্যার মিটিংয়ে আছে।’ দ্বিতীয়বার কল করার পর থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিচয় দেওয়া এসআই রুবেল হোসেন বলেন, ‘স্যারের কানে শোনার মেশিনটা নষ্ট হয়ে গেছে। তিনি আপনার কোনো কথা শুনবেন না।’ তখন অডিও শোনালে রুবেল বলেন, এটা কখন হয়েছে আমি জানি না। এটার বিষয়ে ওসি ভালো বলতে পারবেন।