দীর্ঘ তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছে যুক্তরাষ্ট্র। শান্তিপ্রস্তাবের জন্য নানা প্রস্তাবও দিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে এবার জানা গেল, ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তির বিষয়ে একটি অভূতপূর্ব প্রস্তাব রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। ইউক্রেনকে বেশ কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধীনে ভাগ করে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
ট্রাম্পের দূতের এই ভাবনা প্রকাশ্যে আসার পরেই নানা মহলে দানা বাঁধতে শুরু করেছে জল্পনা। জানা গেছে, ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়াকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্টিভ উইটকফ। রাশিয়াকে চারটি, এবং ইউরোপীয় ইউনিয়নকে আরও কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলের নিয়ন্ত্রণভার দেওয়ার প্রস্তাব রেখেছেন তিনি। যদিও, এই ‘চুক্তি’ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেই কৌশলগত মতপার্থক্য দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূতের সঙ্গে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই নৈশভোজের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। স্টিভ উইটকফ বলেছেন, “ইউক্রেনে যুদ্ধবিরতির সব চেয়ে সঠিক পথ হল ২০২২ সালে দখল করার চেষ্টা করা চারটি পূর্ব ইউক্রেনীয় অঞ্চলের মালিকানা রাশিয়াকে দেওয়া।” যদিও স্টিভ উইটকফকে এ কথা আগেও বলতে শোনা গেছে এবং প্রতিবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। সূত্র: এনবিসি নিউজ, মস্কো টাইমস, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ