আইপিএলের রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়পুরে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে নিয়ন্ত্রণ, আর ব্যাট হাতে আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির দল। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু।
রবিবার জয়পুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। শুরুটা ছিল দারুণ। ওপেনার ইয়াশস্বী জয়সওয়াল ঝড়ো ইনিংসে এনে দেন শক্ত ভিত। ৪৭ বলে ১০ চার ও ২ ছক্কায় করেন ৭৫ রান। কিন্তু অপর প্রান্তে ব্যর্থ ছিলেন অন্য ব্যাটাররা। শেষ দিকে ধ্রুব জুরেল ২৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেও রান তোলার গতি বাড়াতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান ৪ উইকেটে।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রাজস্থানের বোলারদের ওপর চাপ সৃষ্টি করে বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। প্রথম উইকেট জুটিতে আসে ৯২ রান। সল্ট মাত্র ৩৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এরপর ক্রিজে আসেন দেবদূত পাডিক্কাল। তিনি কোহলির সঙ্গে গড়ে তোলেন জয়ের জুটি। পাডিক্কালের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪০ রান। অন্যদিকে কোহলি ছিলেন অবিচল। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় গড়া ইনিংসে ৬২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।
এই জয়ের মাধ্যমে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের সঙ্গে সমান পয়েন্ট শীর্ষে থাকা আরও তিন দলের। ফলে টুর্নামেন্টের মাঝপথে জমে উঠেছে শীর্ষ চারের লড়াই।
বিডি প্রতিদিন/মুসা