ঢাকার কেরানীগঞ্জ খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামে যুবক খুনের ঘটনা ঘটেছে। নিহত হাসান চকবাজরে একটি দোকানের কর্মচারী ছিলেন।
রবিবার (১৩এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়া একটি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত হাসানের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করতো। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে দুই হাজার টাকা ধার নেয় হাসান। এরমধ্যে এক হাজার টাকা পরিশোধ করে। আরো এক এক হাজার টাকা পায় আজাদ। এ টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
তিনি আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে আসলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাম পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন