ভোরের ঝড় ও বৃষ্টির কারণে দেরিতে শুরু হলেও আলোকচিত্র প্রদর্শনীতে মানুষের আগ্রহ একটুও কম ছিল না। দ্বিতীয় দিন গতকালও সারা দিন ছিল দর্শকের ভিড়। গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলছে। প্রদর্শনী মঞ্চে গতকাল স্কুলশিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুদ্দুস আলমের এই প্রদর্শনীতে চর ও চরের মানুষের জীবন চিত্র প্রতিম্বিত হলেও জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের ছবিও স্থান পেয়েছে।