খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ‘মাহা সাংগ্রাই’ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম খন্দকার ইফতেখারুল ইসলাম ও পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মারসাথোয়াই মারমাসহ অনেকে। শোভাযাত্রাটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে আপার পেরাছড়া মাঠে অনুষ্ঠানমালায় যোগ দেন তারা।
মঙ্গল শোভাযাত্রায় মারমাদের ঐতিহ্যবাহী পোশাকের সাজে তরুণ-তরুণীরা ঢাক-ঢোল বাদ্যের তালে তালে নৃত্য করে। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোর-কিশোরীসহ আবাল-বৃদ্ধ-বনিতা।
আয়োজকরা বলেন, মারমা জাতিগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় এ আয়োজন। আমাদের এ সংস্কৃতি যাতে হারিয়ে না যায়, সে জন্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। আর এই সংস্কৃতির অংশ হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের আমাদের ‘দ’ আর ‘আলারী’সহ ঐতিহ্যবাহী খেলাধুলা অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল